গৌরব কুমার দাস বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
বোদা উপজেলা বিএনপির সদ্য নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে আওয়ামী লীগের এক নেতার ফুলেল শুভেচ্ছা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী’ আখ্যা দিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কচ্চু এবং সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, “আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের অভিনন্দন গ্রহণ করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন আব্দুল মান্নান।” ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে নোটিশে।
গত ২১ এপ্রিল রাতে বোদা পৌর এলাকার ‘বোদা ফ্রেন্ডস ক্লাব’–এ একটি সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল। সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, “দলীয় শৃঙ্খলা লঙ্ঘন হয়েছে। তাই সাংগঠনিকভাবে তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।”
এ বিষয়ে আব্দুল মান্নান বলেন, “আমাকে যে ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমি জানতাম না সেখানে কেউ রাজনৈতিক পরিচয়ে আসবেন। তবুও দল যা বলবে, আমি তার জবাব যথাযথভাবে দেব।”
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বোদা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে আব্দুল মান্নান সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ ১৯ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।