Saturday, July 12, 2025
Homeরাজনীতিআওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : হাসনাত আব্দুল্লাহ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
যশোরের বাঘারপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে এনসিপি নেতৃবৃন্দ বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছান। উপজেলার চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

গাড়িবহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আওয়ামী লীগ যশোরসহ সারা দেশে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার যশোরের সভায় সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পাঁচ মিনিট অবস্থান শেষে গাড়ি বহরসহ যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহের পাশে পথসভা অনুষ্ঠিত হবে এনসিপির উদ্যোগে। এ ছাড়া সকালে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন সংগঠনের স্থানীয় সংগঠকরা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর