ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
জুলাই গণহত্যার দায়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে পঞ্চগড়ে শোকরানা ও আনন্দ মিছিল করা হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকার পঞ্চগড় ডায়াবেটিকস সমিতির সামনে থেকে একটি শোকরানা ও আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোকরানা ও আনন্দ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সহ অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
শোকরানা ও আনন্দ মিছিলে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, একটা একটা লীগ ধর ধরে ধরে জেলে ভর, জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দাও দিতে হবে সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যায় আওয়ামী লীগ দুই হাজার আলোর অধিক ছাত্রজনতাকে হত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, ৫ই মে হেফাজতের হাজার হাজার নেতা কর্মীকে পাখির মত হত্যা করেছে। অবিলম্বে তাদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, দ্রুত মৌলিক সংস্কার শেষে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আর যেন কেউ বাংলাদেশে ফ্যাসিবাদ ও চাঁদাবাজের রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে।