Saturday, July 5, 2025
Homeরাজনীতিআগে পিওনের ৪০০ কোটি টাকা বানাতে লেগেছে ১৫ বছর কিন্তু এখন লাগে...

আগে পিওনের ৪০০ কোটি টাকা বানাতে লেগেছে ১৫ বছর কিন্তু এখন লাগে ৩ মাস : রুমিন ফারহানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান সরকারের আমলে দুর্নীতি, রাজনীতির রূপান্তর ও আসন্ন নির্বাচন নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

তিনি বলেন, “হাসিনার আমলে আমরা দেখেছি, তার পিওনের ৪০০ কোটি টাকা বানাতে লেগেছে ১৫ বছর। কিন্তু এখন তো লাগে ৩ মাস, মতান্তরে ৯ মাস।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি বর্তমান সরকারের আমলে দুর্নীতির গতি ও ব্যাপকতা নিয়ে প্রশ্ন তোলেন।

রুমিন বলেন, “গত ১৫ বছর যাদেরকে ছাত্রলীগের সাথে ছোটখাটো পদের জন্য ঘুরতে দেখেছি, লুকিয়ে লুকিয়ে রাজনীতি করতে দেখেছি, কোনোভাবে হাসিনার সাথে দেখা হয়ে নিজেকে ধন্য বলে বড় বড় স্টেটাস দিতো ফেসবুকে—তারাই এখন বিরাট বিপ্লবী হয়ে উঠেছে। ১৫ বছরেও তো তারা টু শব্দ করেনি।”

তিনি এসময় ইঙ্গিত দেন, অতীতে নিরব থাকা অনেকেই এখন নিজেদের ‘বিপ্লবী’ পরিচয়ে তুলে ধরছেন, অথচ প্রকৃত লড়াই করেছেন পুরোনো ছোট-বড় রাজনৈতিক দলগুলোর কর্মীরা।

এছাড়াও, আসন্ন নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “কোন দল কি করেছে তার সকল আমলনামাই মানুষের সামনে রয়েছে। মানুষই এখানে পরীক্ষক—তাদের যাচাই করতে দিন। ভোটকে কেনো পিছাতে চান? আমরা আশঙ্কা করছি, বিভিন্ন দল যেকোনো মূল্যে নির্বাচন পেছাতে চাচ্ছে।”

তিনি আরও বলেন, জনগণের বিচারের মাধ্যমেই প্রকৃত রাজনীতির মূল্যায়ন হোক, নির্বাচন হোক সময়মতো—এটাই এখন গণতন্ত্রের জন্য সবচেয়ে জরুরি বিষয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর