Thursday, May 1, 2025
Homeকুড়িগ্রামআটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন

আটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভারতের কারাগারে আটক বাংলাদেশি ৭জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে প্রায় ৭মাস থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ জন ও রৌমারীর ২ জন জেলের দ্রুত মুক্তিসহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে দাবি জানিয়ে চিলমারী উপজেলা চত্তরের সামনে রবিবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধনে অংশ নেন আটককৃত জেলে পরিবারের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে মানববন্ধন থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহফুজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী সভাপতি সহ-অধ্যাপক ফজলুল হক, চিলমারী সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম সাদ্দাম, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিলমারী প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির হোসেন, আব্দুর রহমান পারভেজ, রেজাউল করিম, আটক বকুল মিয়ার স্ত্রী আজেনদা বেগম, মিরজাহানের ছেলে আবু বক্কর সিদ্দিক, বিপ্লব মিয়ার স্ত্রী কাজলি বেগম প্রমুখ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর