Friday, July 18, 2025
Homeনীলফামারীআত্মগোপনে থাকা চেয়ারম্যান ‘বিশেষ অতিথি’ : জনসংখ্যা দিবসে ব্যানার ঘিরে বিতর্ক

আত্মগোপনে থাকা চেয়ারম্যান ‘বিশেষ অতিথি’ : জনসংখ্যা দিবসে ব্যানার ঘিরে বিতর্ক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাসেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে “বিশ্ব জনসংখ্যা দিবস” উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যানারে নাম প্রকাশ করায় নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগকে ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

সোমবার (১৫ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত আলোচনা সভার ব্যানারে চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান-এর নাম “বিশেষ অতিথি” হিসেবে বোল্ড করে লেখা হয়। যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তবুও বর্ষসেরা সেবাদানকারী হিসেবে তার মনোনয়ন নিয়েও ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, আত্মগোপনে থাকা এই আওয়ামী লীগ নেতাকে প্রশাসনিকভাবে পুনর্বাসনের প্রচেষ্টা হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, “ফ্যাসিস্টদের দোসরদের আমরা বিভিন্ন জায়গা থেকে সরাতে চাইছি, আর প্রশাসনের কিছু কর্মকর্তা তাদের পুনর্বাসনে সহযোগিতা করছেন। সম্প্রতি নির্বাহী কর্মকর্তার একটি অনুষ্ঠানে ৭১ নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।”

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফেরদৌস আলম বলেন, “এটি নিঃসন্দেহে ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনের আভাস। এটি অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নুর আমিন বলেন, “চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন বা তার রাজনৈতিক পরিচয় আমার জানা ছিল না। আমার অফিস স্টাফরাও কিছু বলেনি। তিনি বর্ষসেরা চেয়ারম্যান হয়েছেন বলে তাকে ব্যানারে রাখা হয়েছে। তবে তিনি সভায় উপস্থিত ছিলেন না।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, এমন একটি অনুষ্ঠানে রাজনৈতিকভাবে বিতর্কিত ও আত্মগোপনে থাকা একজন জনপ্রতিনিধিকে ব্যানারে বিশেষ অতিথি করা এবং শ্রেষ্ঠ ক্যাটাগরিতে পুরস্কৃত করার চেষ্টা প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্ন তুলে দিয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর