মোজো ডেস্কঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে কতিপয় ইসলামিক দল আছে। যারা দলের নামের পেছনে ইসলাম নাম দিয়ে রেখেছে। তারা রাজনীতি করে, ভোট করে কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি মোড়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হারুনুর রশিদ বলেন, একবার বলছে স্থানীয় সরকার নির্বাচন চাই, আবার বলছে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। আবার কখনো বলছে নির্বাচনের পরিবেশ নাই। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই যারা বলছেন তারা গণতন্ত্রের শত্রু বলেই আমরা মনে করি। কারণ যারা এ কথা বলছে তারা প্রকাশ্যে সভা সমাবেশ করছে এবং তাদের অফিসগুলো খোলা আছে কিন্তু গত ১৫ বছরে তারা অফিস খুলতে পারেনি। বর্তমান সময়ে সব রাজনৈতিক দল সভা সমাবেশ করছে। তাই যারা নির্বাচন পিছিয়ে দিতে বা ভণ্ডুল করতে চায় তাদের বলতে চাই জনগণ আপনাদের চিহ্নিত করবে গণতন্ত্রের শত্রু হিসেবে।
নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে তিনি বলেন, এখন আবার তারা বলছে পিআর সিস্টেমে ভোট চাই। যারা পিআর পদ্ধতির কথা বলছে তারা ৫ আগস্টের পর মনে করেছিল তারা ক্ষমতায় চলে আসবে। কিন্তু ভোটের হিসাব-নিকাশ করে তারা দেখছে তিনটা সিট পাবে কি না সন্দেহ। তারা ভাবছে আগে বিএনপির সঙ্গে জোট করে ভোট করে তাও তো কয়েকটি সিট পেয়েছি। এখন একা একাই ভোট করতে হবে। তাই তারা বলছে ভোটের পরিবেশ নাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ কৃষক দলের আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ প্রমুখ।