মো আব্দুর রহিম , উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের বামনেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোখলেছুর রহমান উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মফিজল হকের ছেলে এবং তবকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, অপহরণ ও চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Facebook Comments Box