উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এনএস আমিন রেসিডেন্সিয়াল
স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান উপলক্ষে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এন এস
আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে স্বাগতম-স্বাগতম-স্বাগতম
আপনাদের আগমনে স্বাগতম গান গেয়ে অতিথিদের বরণ করে নেন অত্র
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান
শিক্ষক ফরিদা ইয়াছমিন। কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। আলোচনা সভায় প্রতিষ্ঠাতা
ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.
আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও লেখক নাহিদ হাসান নলেজ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার
নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম টিআইবি ও সনাক্#৩৯;র সভাপতি
সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু সহ আরো
অনেকে। পরে ২শ ৮৯ জন কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান
করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন
রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক
মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান
Facebook Comments Box