দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের বেণুপাড়ায় শয়নকক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে নিহতের বাবার পরিবারের দাবি, পরিকল্পিত ভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
মৃতরা হলেন- উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের বেণুপাড়া এলাকার বিজয় রায়ের ছেলে ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রায় ও তার মেয়ে ছয় বছরের নীলাদ্রি রায়।
জানা গেছে, সংসারের কাজের পাশাপাশি প্রতিদিন পড়াশোনা করেন সুজাতা রায়। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়েকে দেখতে পেয়ে নিহতের জা স্বপ্না রায়। পরে তিনি পরিবারের বাকি লোকজনদের ডাকাডাকি করেন। খবর পেয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শয়নকক্ষে একটি চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুতে কেউ দায়ী নয়’।
নিহতের চাচা সত্যম্বর রায় বলেন, আমার ভাজতির বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়াঝাটির কথা শুনছি। বুধবার সন্ধ্যায় আমাদের খবর দেন সুজাতা মারা গেছে। কিন্তু আমরা সবাই এসে দেখি মরদেহ রেখে উধাও হয়েছেন ভক্ত রায়।
খানসামা থানার ওসি নজমূল হক বলেন, মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। তবে দুই পৃষ্ঠার এই চিঠির হাতের লেখা নিহতের কি না সেটা পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।