Monday, July 7, 2025
Homeরাজনীতিএমন কোনো জায়গা নাই যেখানে বিএনপি চাঁদা তোলে না : ফয়জুল করিম

এমন কোনো জায়গা নাই যেখানে বিএনপি চাঁদা তোলে না : ফয়জুল করিম

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, `ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি যা করছে, ক্ষমতায় গেলে কি অবস্থা করবে তা চিন্তার বাইরে। এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদাবাজি করছে না।বিএনপি’র চাঁদাবাজির যে অংশটুকু প্রকাশিত হয়, তার থেকেও হাজার গুন বেশি চাঁদাবাজি করছে।’

রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহী নগরীর শালবাগানের একটি কমিউনিটি সেন্টারে ‘আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্য ভাবনা, উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে কী অবস্থা হবে? আগামী নির্বাচনে কারা ভোট পাবে? কথা ক্লিয়ার। যারা সুশাসন কায়েম করতে পারবে, তারা ভোট পাবে। যারা সুশাসন কায়েম করতে পারবে না, তারা ভোট পাবে না।’

ফয়জুল করিম বলেন, ‘বিএনপি ভাবতেছে, বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে, আগামীতেও এত ভোট পাবে। তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে তারা ভারতে পালাইছে কেন? বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে ক্ষমতায় নাই কেন? বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামীতেও পাবেন সেই চিন্তায় আছেন, কেন মানুষ ভোট দেবে? ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য? কেন ভোট দেবে বিএনপিকে, আমাকে বলুন।’

‘বিএনপির বিরুদ্ধে বললেই বলেন, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলি। তবে আমি তো বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলি না। মিডিয়ায় যে তথ্য উঠে আসে, আমি সেটাই বলি’- বলেন ফয়জুল করিম। তিনি আরও বলেন, ‘আমি তো আর তজিমুদ্দিনে ছিলাম না, মিডিয়া বলছে, তজিমুদ্দিনে এই ঘটনা ঘটছে। প্রতিদিন হত্যা হচ্ছে। এ পর্যন্ত দেড়শোর ওপর খুন হয়ে গেছে। অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে। এখনো ক্ষমতায় যায় নি, তাতেই এই অবস্থা হলে; ক্ষমতায় গেলে কি অবস্থা হবে?’

দেশের মানুষ সচেতন হয়েছে জানিয়ে ফয়জুল করিম বলেন, ‘মানুষের চোখ খুলেছে, মেধা খুলেছে। মানুষ দেখছে, দেখতেছে। আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কী? এমন কোনো জায়গা নেই, যেখানে চাঁদা তোলে না বিএনপি। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি। এগুলো সামান্য। বরফের ওপরের অংশ যা দেখা যায়, নিচে তার চেয়ে অনেক বেশি থাকে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর