Friday, May 2, 2025
Homeলালমনিরহাটকালীগঞ্জে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:

হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাকিল আহমেদ নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।

অপরদিকে ঢাকার লালবাগ থানার শাহিনুর ইসলাম হত্যা মামলায় শুক্রবার একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানার হত্যা মামলায় এজাহার নামীয় আসামি শাকিল আহমেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের হত্যা মামলায় কালীগঞ্জ উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর