সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১০ই মার্চ সোমবার সন্ধ্যার দিকে কাহারোল উপজেলার গড়নুরপুর-ইটুয়া নামক স্থানে ঢেপা নদী হতে ড্রাম ট্রাক দিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ড্রাম ট্রাকটি আটক করেন এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ড্রাম ট্রাকের মালিক দিনাজপুর সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের মোঃ জলিল সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
Facebook Comments Box