Thursday, May 1, 2025
Homeদিনাজপুরকাহারোলে কৃতি স্কাউটসদের সংবর্ধনা

কাহারোলে কৃতি স্কাউটসদের সংবর্ধনা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোলে কৃতি স্কাউটস দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ এপ্রিল ২০২৫ সোমবার বিকেলে বাংলাদেশ স্কাউটস কাহারোল উপজেলার আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ উপলক্ষ্যে, বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির শুরুতে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস দিনাজপুর ও জেলা রোভার মোঃরফিকুল ইসলাম।

পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্কাউটস ভবন হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। র‍্যালির নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস কাহারোল উপজেলার সভাপতি মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন আমাদের সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ রোধ করতে হলে স্কাউটস ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এ সময় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, দিনাজপুর জেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, রংপুর অঞ্চল স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, বাংলাদেশ স্কাউটস কাহারোল উপজেলার সাধারণ সম্পাদক নির্মল কুমার রায় প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি স্কাউটস দের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর