Thursday, July 3, 2025
Homeদিনাজপুরকাহারোলে জামায়াতের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

কাহারোলে জামায়াতের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোলে জামায়াতের উদ্যোগে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই ( বৃহস্পতিবার) দিনাজপুরের কাহারোলে চৌরাস্তা মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে টিউবওয়েল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মজলিসে সূরা সদস্য এবং দিনাজপুর -১ বীরগঞ্জ -কাহারোল আসনের এমপি পদপ্রার্থী মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, জাকিরুল ইসলাম।

এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, ” আমাদেরকে দীর্ঘ ১৭ বছর এই সামাজিক কাজগুলো করতে দেওয়া হয় নাই। আমরা শুধু নির্বাচনের জন্য নয় আমারা অসহায়, গরীব, খেটেখাওয়া মানুষের পাশে আজীবন থাকতে চাই।

জাকিরুল ইসলাম বলেন, সামনে নির্বাচনে যদি কাহারোল,বীরগঞ্জের লোক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৎ, দক্ষ, যোগ্য লোকদের বাছাই করে নেয় তাহলে নিজেদের ভাগ্যের চাকা নিজেরাই ঘুরিয়ে দিবে। যেমনি আজ কোন আবেদন ছাড়াই আপনারা এই উপহার পাচ্ছেন তেমনি জামায়াত থেকে মনোনীত প্রার্থী যদি সংসদ সদস্য হয় তাহলে এভাবেই সবাইকে খুঁজে খুঁজে হকদারকে তাদের হক বুঝিয়ে দিবে।

এক প্রশ্নের জবাবে উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম বলেন, গরীব, অসহায় মানুষ যারা দিন আনে দিন খায় এমন মানুষের মাঝে আমরা প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে ৬০/৭০টি পরিবারকে আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করে দেওয়া হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সুরা সদস্য যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম বুলবুল, ৩নং ইউনিয়ন সেক্রেটারি মঞ্জুর রহমান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর