Saturday, July 12, 2025
Homeদিনাজপুরকাহারোলে দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কাহারোলে দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সর্বস্তরের সাধারণ জনতার আয়োজনে দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। চাঁদার দাবিতে রাজধানীর মিডফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ১২ জুলাই ২০২৫ শনিবার রাত ৮ টার দিকে কাহারোল উপজেলার সর্বস্তরের সাধারণ জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল টি উপজেলার আমতলা মোড় হতে বের হয়ে কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুক, এনসিপির প্রতিনিধি মোঃ কবির আনাম, কাহারোল উপজেলা শাখা গণ পরিষদের সভাপতি মোঃ পারভেজ হোসাইন সহ প্রমুখ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর