আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গাইবান্ধা। এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।
বুধবার (২৩ জুলাই) সকালে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেট চত্বরে জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
‘শিক্ষা অধিকার, অনুগ্রহ নয়’, ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’—এই স্লোগানে মুখর ছিল মানববন্ধনস্থল।
কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তব্য দেন—জেলা সভাপতি মো. আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সোলায়মান হোসেন, রেজাউন্নবী সরকার, পরিচালক এনামুল হক নয়ন, প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. টিপু, শিক্ষক অনিমেষ কুমার রায়, জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, হাফেজ আব্দুর সাফি, তন্বী দাস প্রমুখ।
বক্তারা বলেন, “এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ। আত্মবিশ্বাস গড়ে তোলার সময়েই তাদের মূল্যায়নের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”
তারা আরও বলেন, “সংবিধান অনুযায়ী শিক্ষা মৌলিক অধিকার। এটি কোনো প্রতিষ্ঠান বা শ্রেণিভেদে সীমাবদ্ধ হতে পারে না।”
মানববন্ধন থেকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান বক্তারা।