মোজো ডেস্কঃ
ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে ফের বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৯ জুলাই) রাতের এই হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও অন্তত ১৩ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। তারই ধারাবাহিকতায় বুধবার রাতভর কিয়েভে ড্রোন হামলা চালানো হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন প্রতিহত করার চেষ্টা করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর এখন শহরজুড়ে আগুন জ্বলছে।
কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ শহরের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে আঘাত হানে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। তাতে রাতের আকাশে অসংখ্য বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।
আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার (৮ জুলাই) রাতে রাশিয়া এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালায় বলে জানায় ইউক্রেন। সেদিন রাতভর ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। যা ইউক্রেনজুড়ে বেশ কয়েকটি শহরে আঘাত হানে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেয়ার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সরাসরি সমালোচনা করার পরপরই ওই হামলা চালানো হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কিয়েভের সামরিক প্রশাসন জানায়, রাজধানীর ছয়টি জেলায় ড্রোন হামলা হামলা চালানো হয়েছে। সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘আবাসিক ভবন, যানবাহন, গুদাম, অফিস ও অন্যান্য অনাবাসিক ভবনে আগুন জ্বলছে।’
তিনি আরও জানান, ‘দুঃখজনকভাবে, আমরা দুইজন নিহতের খবর পেয়েছি। তারা রুশ বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে। এটি একটি ভয়াবহ ক্ষতি।’ এদিকে মেয়র ভিটালি ক্লিটসকো জানান, কিয়েভের পোডিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে’।
আবারও হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত বাইরে না যেতে বলা হয়েছে। এছাড়া ঘরে ফিরে জানালা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। কারণ কিয়েভে এখনও প্রচুর ধোঁয়া।