Tuesday, May 6, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

কিশোরগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা পরিণত হয় জুলাই-আগষ্টের রাজপথে রক্ত ঝড়ানো স্মৃতিময় সভা। এ সভায় আহত ও শহীদের পরিবারের সদস্যরা তুলে ধরেন জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ যুদ্ধের স্মৃতি। কিভাবে তারা রাজপথে বুক পেতে দেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে ২০২৪ সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। স্মরণসভায় প্রথমে বিজয়গল্প, নির্যাতন, গুলি রাবার বুলেটের সামনে বুক পেতে রাখা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আহত ছাত্র জনতা ও শহীদের পরিবারের সদস্যরা। এতে স্মৃতিচারণ করেন শহীদ নাঈমের মামা আনিছুর রহমান, আহত ছাত্র মোঃ আব্দুল মালেক, আহত ছাত্র মাহবুব আল হাসান মুন, আহত রফিক শাহ্। আরও বক্তব্য রাখেন ছাত্র জনতার পক্ষে ফিরোজ শাহ, আব্দুল কাইয়ুম, মোতালেব প্রমুখ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর