Sunday, May 4, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে পলিথিন বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীর জরিমানা

কিশোরগঞ্জে পলিথিন বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীর জরিমানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
পলিথিন (প্লাস্টিক) ব্যাগ, বস্তা ব্যবহারের অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) এ দুই ব্যবসায়ীর ৮ হাজার টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস।

কিশোরগঞ্জ বাজারে পলিথিন বিরোধী অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পলিথিন (প্লাস্টিক) ব্যাগ, বস্তা ব্যবহার করার অপরাধে ওই দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। ব্যবসায়ী আনারুল ইসলামকে ৫ হাজার ও রফিকুল ইসলামের ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ব্যবসায়ীদের পাটজাত পণ্য ব্যবহারে জোরদার করাসহ পলিথিন (প্লাস্টিক) ব্যাগ, বস্তা ব্যবহার একটি অপরাধ বলে ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস বলেন- পলিথিন বিরোধী অভিযানে গিয়ে পলিথিন (প্লাস্টিক) ব্যাগ, বস্তা ব্যবহারের অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর