Friday, May 2, 2025
Homeনীলফামারী কিশোরগঞ্জে প্রকৃতিতে যেন শীতের আগমনী বার্তা

 কিশোরগঞ্জে প্রকৃতিতে যেন শীতের আগমনী বার্তা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি: ঋতুবদলের আয়োজন যেন প্রকৃতিতে। আগাম বার্তা এরই মধ্যে শীতের ইমেজ বইতে শুরু করেছে, শীতের হালকা ছোঁয়া অনুভব করছে নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলাবাসীকে। মাঝ রাতে মনে হয় এই বুঝি শীত এলো,দিনে হালকা গরম আর শেষরাতে অনুভূত হচ্ছে হালকা শীত।
তবে আজ সোমবার(১৪ অক্টোবর) সকালটা ছিল কিশোরগঞ্জ বাসীর জন্য ভিন্নরকম এ যেন নতুন রুপ নতুন আগমন কুয়াশাঘেরা সকাল। ঘনকুয়াশা আর শিশির বিন্দু পরার কারনে শেষ রাতে শীতও অনুভূত হচ্ছে।
আজ সোমবার সকালে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যে কুয়াশার কারনে প্রকৃতিতে ভিন্ন আমেজ দীর্ঘদিন টানা গরমের কারনে শীতল পরিবেশ পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জ উপজেলার মানুষজন।উপজেলা সদর এলাকার পলাশ ইসলাম বলেন কুয়াশা বেশি হলেও খুববেশি শীত এখনো পড়েনি তিনি আরও বলেন শীতে দরিদ্র মানুষের পাঁশে দাঁড়াতে সরকারসহ দানশীল সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর