Tuesday, May 13, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে ব্যবসায়ীর মালামাল সহ অটোরিকশা ছিনতাই

কিশোরগঞ্জে ব্যবসায়ীর মালামাল সহ অটোরিকশা ছিনতাই

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে চুরি ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড। গত কয়েক মাসে বেশকিছু ঘটনা ঘটেছে উপজেলায়।প্রশাসনের কর্তাদের ছিল দায় সারা বক্তব্য। অপরাধ দমনে দেখা যায়নি কার্যত তেমন ভূমিকা।

গত ২৭ মার্চ আনুমানিক রাত ১২ ঘটিকায় কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নের আহেলা ব্রিজের পশ্চিমে ফাঁকা জায়গায় (যাহা পূর্বে পুলিশ ফাড়ি নামক নামে পরিচিত) আনছারের পোশাক পরিহিত অবস্থায় অজ্ঞাতনামা ৭/৮ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র হাতে হামলা করে (১)আশিকুল ইসলাম(৩৬) পিতা-মৃত আঃ মান্নান ও (২) নুরনবী ইসলাম লালমিয়া,পিতা-নছর উদ্দিন এর কাছ থেকে নগদ অর্থ, বেকারীর মালামাল সহ ১ টি অটো ইজি বাইক,২ টি মোবাইল ফোন নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আশিকুর রহমান, পিতা-মৃত আঃ মান্নান,গ্রাম-কিশোরগঞ্জ কামারপাড়া,কিশোরগঞ্জ বলেন,আমি দীর্ঘদিন থেকে বেকারীর ব্যবসার সঙ্গে যুক্ত এজেন্ট ও সেলসম্যান। প্রতিদিনের ন্যায় গত ২৭ মার্চ আমার সঙ্গী ও সাক্ষী(১) নুরনবী ইসলাম সহ অটো চার্জার ইজি বাইকে পণ্য বিভিন্ন স্থানে পৌছিয়া দিয়া গাড়াগ্রাম ক্যানেলের ব্রিজের পশ্চিমে পাকা রাস্তায় রাত অনুমান ১২ ঘটিকা সময় পৌঁছা মাত্রই পূর্ব হইতে অপেক্ষমাণ অজ্ঞাতনামা ৭-৮ জন বিবাদী লাঠি,ছোরা, রামদা, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র হাতে অতর্কিতভাবে আমাদের গতিপথ রোধ করিয়া কলার ধরিয়া এলোপাতাড়ি ভাবে মারপিট করিয়া দক্ষিণ পাশে দোলায় লইয়া হাত,মুখ,চোখ,বাঁধিয়া উপুড় করিয়া মাটিতে ফেলাইয়া রাখিয়া
আমাদের নিকট হইতে ১৭০০০ টাকা, শিমু মদিনা,আল-মদিনার বেকারীর বিভিন্ন পণ্য যার মূল্য ৫০০০০ টাকা, ১টি মোটোরোলা অ্যান্ড্রয়েড মোবাইল মূল্য ১২৫০০ টাকা ও ১টি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড ফোন মূল্য ১৯৫৫০ টাকা ও ১টি অটো চার্জার ইজিবাইক অনুমান মূল্য ১,৫০০০০ টাকা লইয়া ভাগিয়া যায়।অতি কষ্টে দাঁত দ্বারা হাতের বাধন কাটিয়া গাড়াগ্রাম দোলাপাড়ায় গিয়া লোকজনকে ডাকাডাকি করিয়া ঘটনার বিষয়ে জানাইলে আমাদের লোকজন উপস্থিত হইয়া আমাদের অবস্থা বেগতিক দেখিয়া কিশোরগঞ্জ হাসপাতালে লইয়া আসিয়া চিকিৎসার জন্য ভর্তি করিয়া দেন।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে এ বিষয়ে তারা বলেন,সামনে ঈদ,চোর,ছিনতাইকারী চক্রের সক্রিয়তা মনে হচ্ছে। তাছাড়া দেশের সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়ে গেছে অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বলেন আগে শহরের প্রধান সড়কে রাতে পুলিশের গাড়ি টহল দিতে দেখা যেত এখন তেমন চোখে পড়ে না।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার কল করেও মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর