Monday, July 14, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে : জেলা প্রশাসক নুসরাত সুলতানা

কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে : জেলা প্রশাসক নুসরাত সুলতানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই (রবিবার) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খোদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের এএসপি মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ভারতের ৩টি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সাথে কুড়িগ্রামের সীমান্ত। সীমান্ত এলাকা প্রায় ২৭৮ দশমিক ২৮কিলোমিটার। সীমান্তে নদ-নদীর সংখ্যাও কম নয়। মাদক প্রতিরোধ জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও মাদক প্রতিরোধে সভাসমাবেশ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর