মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ২০ জন। নিহতরা সবাই একই পক্ষের সদস্য বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায়।
নিহতরা হলেন: নুরুল আমিন (৪০), পিতা আনোয়ার হোসেন: বলু মিয়া (৫৫), পিতা গোলাম মিয়া: ফুলবাবু (৫০)
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়া পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার পক্ষ বাধা দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।