আনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৬ষ্ঠ শ্রেণির দুই স্কুলছাত্রীর। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো—উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা দুজনেই উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায় আশা ও সুমাইয়া। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন এবং চারদিকে খোঁজ শুরু করেন। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে ভুট্ট মিয়ার পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে পড়ে দুজনেই ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”