Thursday, July 3, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস গ্রেফতার

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের রাজনৈতিক ব্যক্তিগত সহকারী (পিএস) ও তার চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি ওসি মোঃ বজলার রহমান জানান, “রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত অনুসন্ধানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।”

গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর