Tuesday, May 6, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে সাবেক ম‌হিলা সংসদ সদস্য নাজমীন আটক

কুড়িগ্রামে সাবেক ম‌হিলা সংসদ সদস্য নাজমীন আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফুলবাড়ী (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি :

কু‌ড়িগ্রাম জেলা ম‌হিলা আওয়ামী লীগের সাবেক সভাপ‌তি ও সংর‌ক্ষিত ম‌হিলা আসনের সাবেক সংসদ সদস‌্য (এম‌পি) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পু‌লিশ। শ‌নিবার (১ জানুয়া‌রি) রাতে কু‌ড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের তার নিজ বাসভবন থেকে আটক করেছে পু‌লিশ।

আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংর‌ক্ষিত ম‌হিলা আসন-৬ এর এম‌পি ছিলেন। একই সাথে ‌তি‌নি কু‌ড়িগ্রাম ম‌হিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপ‌তির দা‌য়িত্ব পালন করেছেন। তি‌নি কু‌ড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি আক্তার হোসেন চিনুর স্ত্রী।

আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃ‌ষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এম‌পি থাকাকালে তার অনুকূলে বি‌ভিন্ন সরকা‌রি বরাদ্দ টাকার মি‌নিময়ে বি‌ক্রির অ‌ভিযোগ রয়েছে।
তবে সাবেক এই সংসদ সদস‌্যকে ঠিক কী অ‌ভিযোগে আটক ক‌রা হয়েছে তা তাৎক্ষ‌ণিক নি‌শ্চিত করতে পারে‌নি পু‌লিশ।

কু‌ড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মো. হা‌বিবুল্লাহ এ তথ‌্য নি‌শ্চিত করে‌ জানান, তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর