মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
‘জুলাই পুনর্জাগরণে বৈষম্যহীন সমাজ গঠন’ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, খানসামা সাব-জোনাল অফিসের এজিএম এ.এস.এম রাকিবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আজিজার রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে লাখো কণ্ঠে শপথ পাঠে অংশগ্রহণ করেন উপস্থিত সকলে। পরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সমাজে বৈষম্য দূর করে একটি মানবিক, সমতাভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।