Thursday, July 31, 2025
Homeদিনাজপুরখানসামায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খানসামায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রোগ্রাম পরিচালক আমিনুল ইসলাম এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সার।

এসময় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে এসইডিপি প্রকল্পের অবদান ও গুরুত্ব তুলে ধরেন এবং পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় পুরস্কারপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর