Thursday, July 17, 2025
Homeদিনাজপুরখানসামায় বায়োগ্যাস প্ল্যান্ট উন্নয়নে নিয়মিত মনিটরিংয়ের পরামর্শ ইউএনওর

খানসামায় বায়োগ্যাস প্ল্যান্ট উন্নয়নে নিয়মিত মনিটরিংয়ের পরামর্শ ইউএনওর

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত মোট ৮টি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার আনন্দ মোহন রায় এবং কমিউনিটি সুপারভাইজার আলমগীর হোসেন।

পরিদর্শনের সময় কর্মকর্তারা প্ল্যান্টগুলোর কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ও উপকারভোগীদের মতামত সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় বায়োগ্যাস প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রকল্প শুধু জ্বালানির চাহিদা পূরণই নয়, পরিবেশ রক্ষায়ও সহায়ক।” তিনি আরও বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের সুবিধাভোগীদের নিয়মিত মনিটরিং, প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হলে এটি আরও টেকসই হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর