Friday, May 2, 2025
Homeদিনাজপুরগলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সাদিয়া (২৫) নামের এক নারীর আত্মহত্যা করেছে। ঘটনা স্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন মধ্যেবাসুদেবপুর এলাকার জনৈক টুলুর বাড়িতে ভাড়াটিয়া সাদিয়া নামের একজন মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আত্মহত্যাকারী সাদিয়া পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামীর নাম সাগর। স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকায় এখানে একাই রুম ভাড়া নিয়ে থাকে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, জনৈক টুলুর বাড়িতে প্রায় এক মাস পূর্বে সাদিয়া নামের এই মহিলা একাই রুম ভাড়া নিয়ে আছে। তার একটি সন্তান আছে কিন্তু বাবার বাড়িতে থাকে। সন্তানটি ছেলে না কি মেয়ে বলতে পাড়ে না এলাকাবাসী। আজ দুপুরে তার প্রতিবেশী সাদিয়া খোঁজে আসলে তার ঘরের দরজা বন্ধ দেখে। পরে জানালা দিয়ে দেখতে পাড়ে ঘরের ভিতরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সাদিয়ার মরদেহ ঝুলে আছে। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঘরের দরজা ভেঙে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, হাকিমপুর হিলি পৌর শহরের মধ্যে বসুদেবপুর এলাকায় জনৈক টুলুর বাড়িতে এক মহিলার ঝুলন্ত মরদেহ রয়েছে। এমন সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হই। নিহতের ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয় লোকজনদের সাথে নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি। পরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির মালিক টুলু মুন্সির সাথে কথা বলে জানতে পারি। সাদিয়ার বাবার বাড়ি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রাম। তার স্বামীর নাম সাগর। স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকায় এক মাস পূর্বে এই মহিলা একাই রুম ভাড়া নিয়ে থাকে। সাদিয়ার একটি সন্তান আছে বাবার বাড়িতে থাকে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর