Friday, July 4, 2025
Homeগাইবান্ধাগাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ জনতা বেগম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক পাঁচ আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন, বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের কছিমবাজার এলাকার মতলব মিয়ার ছেলে সাত্তার আলী (৩৫), আক্তারুল মিয়া (৩২), তার স্ত্রী মনি বেগম (৩০), মৃত হেলাল উদ্দিনের ছেলে মতলব আলী (৬৫) এবং তার স্ত্রী লতিফুল বেগম (৫৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলার ১ নম্বর আসামি লতিফ মিয়ার সঙ্গে নিহত গৃহবধূ জনতা বেগমের ১১ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার পরিবার জনতা বেগমকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ জুন সকাল ৯টার দিকে আসামি লতিফ মিয়া জনতা বেগমকে হাত-পা বেঁধে দা দিয়ে গলায় কোপ মেরে গুরুতর জখম করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় পরদিন ১১ জুন নিহতের বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। বুধবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানি রংপুর এবং র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ দল ঢাকার আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এর পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান, ঢাকার আশুলিয়া থানা থেকে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে সুন্দরগঞ্জ থানায় আনা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) তাঁদের আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর