আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ বুধবার গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন। কাজটি করছেন গাইবান্ধা গণপূর্ত বিভাগ।
উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফেরাতসহ দেশের উন্নয়ন অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে।
এ সময় গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box