আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তার ওপর ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। আহত পুলিশ সদস্যের নাম মহসিন আলী। তিনি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ঘটনার পরপরই হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের নির্জন সময়ে এক অজ্ঞাত ব্যক্তি থানায় প্রবেশ করে হঠাৎ করেই এএসআই মহসিন আলীর ওপর অতর্কিতভাবে ছুরি দিয়ে আঘাত করে। তার চিৎকার শুনে থানার অন্য পুলিশ সদস্য এবং আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে আহত অবস্থায় এএসআই মহসিন আলীকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, “এটি একটি অপ্রত্যাশিত ও উদ্বেগজনক ঘটনা। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি এবং হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই আশপাশের এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। থানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।