Friday, July 18, 2025
Homeগাইবান্ধাগাইবান্ধায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবক (৩৫) এর মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এ অজ্ঞাত মরদেহটি নদীতে ভাসতে দেখা গেলে থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তাদের ধারণা, অজ্ঞাত ওই যুবক হয়তবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। উদ্ধারকালে তার পরনে ছিল সাদা রঙের একটি টি-শার্ট। শার্টের সামনের অংশে লাল, সবুজ ও হলুদ রঙের হালকা ডোরা কাটা দাগ রয়েছে। পরনে ছিল কালো রঙের প্যান্ট।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

‎তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কেউ যদি মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে ফুলছড়ি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর