আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আল আমিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অনুসন্ধানের এক পর্যায়ে মরদেহ উদ্ধার করছে স্থানীয়রা।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে।
নিহত আল আমিন ওই গ্রামের ফজল মিয়ার ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিল।
স্বজন ও স্থানীয়রা জানান, বিকেলে আল আমিন বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময়েও ভেসে না ওঠায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments Box