আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাইক্রোবাসের এক্সট্রা টায়ারের ভেতর থেকে ১১ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে সিগন্যাল পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি সাদা মাইক্রোবাস। পরে ধাওয়া করে ধাপেরহাট ওভারব্রিজের নিচে গাড়িটি ফেলে পালিয়ে যায় গাড়ির চালক ও তার সহযোগী।
পরে মাইক্রোবাসটি তল্লাশি করে এক্সট্রা টায়ারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটি জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, “গাড়িতে থাকা দু’জন মাদক পাচারকারী পালিয়ে গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।