আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইসসহ হ্যাকার চক্রের আশিকুর রহমান (৩২) ও আদম হোসেন (২৮) নামের দুই সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে থানা পুলিশের সহায়তায় গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ওই দুই হ্যাকারকে আটকসহ হ্যাকার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃত আশিকুর রহমান তালুক রহিমাপুর এলাকার জামিল হোসেনের ছেলে ও আদম হোসেন একই এলাকার মুনসুর আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল।
উল্লেখ্য, এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে, এবং প্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা আরও জোরদার করার অনুরোধ জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলাবাসী।