মোজো ডেস্কঃ
গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে ইসরায়েল ‘২৬টি রক্তাক্ত গণহত্যা’ ঘটিয়েছে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে অন্তত ৭৩ জন বৃহস্পতিবার ভোর থেকে নিহত হন, যাদের মধ্যে ৩৩ জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের সাহায্যপ্রার্থী ছিলেন।
আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত হন। এছাড়া, গাজা শহরের পশ্চিমে উদ্বাস্তুদের আশ্রয়স্থল মুস্তাফা হাফেজ স্কুলে হামলায় ১৬ জন নিহত হন এবং অনেকেই আহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র।
গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টা ধরে গাজার আশ্রয়কেন্দ্র ও বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এবং খাবারের সন্ধানে থাকা ক্ষুধার্ত বেসামরিক নাগরিকরা ছিল।
এদিকে গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি করতে ‘প্রয়োজনীয় শর্তে’ ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে গত বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, তখন থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৭ হাজার ১৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
আহত হয়েছে আরো এক লাখ ৩৪ হাজার ৫৯২ জন। হতাহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে জাতিসংঘ।