Tuesday, May 6, 2025
Homeআন্তর্জাতিকগুজরাটে ভারী বৃষ্টিপাতে ১৪ জনের মৃত্যু

গুজরাটে ভারী বৃষ্টিপাতে ১৪ জনের মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে বর্ষা মৌসুম শুরুর আগেই গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে ১৪ জন নিহত এবং ১৬ আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) রাজ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মৌসুমি ঝড়ে গাছ পড়ে রয়েছে, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক বজ্রপাতে একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পাকিস্তান এবং ভারতের রাজস্থান রাজ্যে ব্যাপক আকারে বাতাস সঞ্চালনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটে আরও বৃষ্টি, বজ্রপাত এবং বাতাসের গতিবেগ বাড়তে পারে।

স্থানীয় কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, অসময়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ১৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

গুজরাট তুলা, জিরা এবং চালের উতপাদনের একটি প্রধান অঞ্চল। রাজ্যের কৃষি বিভাগের সচিব অঞ্জু শর্মা বলেন, ‘আমরা ফসলের ক্ষতির প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে আজই তাদের প্রতিবেদন পাঠাবে।’

উল্লেখ্য, গত এপ্রিল মাসে পূর্ব ও মধ্য ভারত এবং নেপালের কিছু অংশে অসময়ের ভারী বৃষ্টিপাতের ফলে ১০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর