Home পঞ্চগড় গুপ্ত সংগঠনের অপতৎপরতা ও জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ

গুপ্ত সংগঠনের অপতৎপরতা ও জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ

গুপ্ত সংগঠনের অপতৎপরতা ও জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং গোপন অপতৎপরতায় অভ্যস্ত কিছু গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিউজ্জামান রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।

নেতারা বলেন, “যখন আমরা রাজপথে আন্দোলন করেছি, তখন কোনো গুপ্ত সংগঠনের অস্তিত্ব ছিল না। এখন তারা কোথা থেকে আসে, কার মদদে এভাবে মাঠে নামে, তা খতিয়ে দেখতে হবে।”

তারা আরও বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যারা অবমাননা করেছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।”

পথসভায় বক্তারা আরও দাবি করেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার পেছনে থাকা প্রকৃত দায়ীদের বিচারের দায়িত্ব একটি নিরপেক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নিতে হবে। ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারবিরোধী স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here