দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সুমন চৌধুরী নামে এক যুবককে ঘুমের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী দুল্লী রাণীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন চৌধুরী বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকার হানসা লাল চৌধুরীর ছেলে।
নিহত সুমনের বাবা হানসা লাল বলেন, তারা স্বামী-স্ত্রী একই ঘরে অবস্থান করছিলেন। গত রাতের কোনো একসময় ঘুমের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
ঘোড়াঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাগর শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা মরদেহ উদ্ধার করি। এ সময় নিহত ব্যক্তি খাটের ওপর শোয়া অবস্থায় ছিল। স্থানীয়রা ও নিহতের পরিবার দুল্লী রাণীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে দুল্লী রাণীকে আটক করে থানায় নিয়ে আসি।
ঘোড়াঘাট-হাকিমপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহ বলেন, নিহতের গলায় দাগের চিহ্ন আছে। আলামতসহ লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।