Home দিনাজপুর ঘোড়াঘাটে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও...

ঘোড়াঘাটে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

ঘোড়াঘাটে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একই রাতে দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে গৃহবাসীদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সোমবার দিবাগত রাত (১৪ জুলাই) গভীর রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দুই দলে বিভক্ত হয়ে প্রথমে মো. আব্দুল বারীর বাড়িতে হানা দেয়। তারা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে, আব্দুল বারী ও তার স্ত্রী শারমীন আক্তার হাসিনাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে। এরপর আলমারির তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ হাজার টাকা লুট করে নেয়। ধারণা করা হচ্ছে, লুটের মোট পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।

একই সময় কাছাকাছি এলাকায় প্রভাষক মো. হুমায়ুন কবিরের বাড়িতেও একই কায়দায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে আরেকটি দল। তারা হুমায়ুন কবির ও তার স্ত্রীকে জিম্মি করে ঘরের আলমারি থেকে আনুমানিক ৬ ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ দেবীপুর, নুরপুর ও ওরাণীগঞ্জ বাজার এলাকা সহ আশপাশে মাদক, জুয়া ও ক্যাসিনো আসক্তি বাড়ার কারণে এমন অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। তারা মনে করছেন, যুব সমাজের বিপথগামী একটি অংশই এই অপরাধের পেছনে জড়িত থাকতে পারে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সাংবাদিকদের জানান, “দক্ষিণ দেবীপুর এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়েছে। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here