Wednesday, May 7, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে নিহত- ১

ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে নিহত- ১

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

মেয়ের ডাকে জামাইয়ের জমিতে ধান রোপন করতে গিয়েছিলেন শশুর মতিয়ার রহমান (৪৮)। প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে নিহত হন মতিয়ার জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ জামাইয়ের সাথে বিরোধ চলে আসছিল জামাই আনোয়ারের চাচাতো ভাই বাবু মিয়ার।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) বাদ জুম্মা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৈইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মতিয়ার ১নং বুলাকীপুর ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

নিহতের পরিবার জানান, দুপুরে মেয়ে-জামাইয়ের বাড়ি একই ইউনিয়নের শাহপাড়া গ্রামে যান মতিয়ার। সেখান থেকে জামাইয়ের আবাদী জমি কৈইপাড়াতে যান ধানের চারা রোপন করতে। এমন সময় জামাইয়ের প্রতিপক্ষ বাবু মিয়া সহ তার ছেলেরা রাজু, আমিনুল, সাখাওয়াত ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে এবং মতিয়ারকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থল থেকে রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মতিয়ারের।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহান তানভীরুল ইসলাম বলেন, আমরা তাকে (মতিয়ার) মৃত অবস্থান পেয়েছি। দুপুর ২টার কিছু সময় পরে তাকে হাসপাতালে নিয়ে এসেছে পরিবারের লোকজন। নিহতের বাম পায়ে বেশ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কয়েকটি চিহ্ন রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, আমরা খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে আছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর