মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ইট ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২টি ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সেই সময় ভাটাগুলোতে অনিয়ম করে ইট পোড়ানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ মার্চ) বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসারের নেতৃত্বে পৌরশহরের চাম্পাতলি ও উপজেলা সিংড়া ইউনিয়নের বারোপাইকার গড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এইচ.বি.এমকে ১০ হাজার টাকা এবং বি.এইচ.এনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত বি.এইচ.এন এবং এইচ.বি.এম ইট ভাটায় ফায়ারসার্ভিসের সহযোগিতায় ফায়ার পাম্প মেশিন দিয়ে পানি ছিটিয়ে কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, দুটি ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই এলাকার বেশির ভাগ ইটভাটাগুলো অনিয়ম করেই ইট পোড়ানো হয়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।