Friday, July 18, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতাধীন দিনাজপুরের ঘোড়াঘাটে ওসমানপুর সেনা ক্যাম্পের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) বিকেল ৪টায় ওসমানপুর সেনা ক্যাম্প হিলি মোড়ে রংপুর সেনানিবাসের ২৫ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মেদ এর তত্ত্বাবধানে ২ শত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি সহ বিভিন্ন সামগ্রী ও ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মেদ বলেন, সেনাবাহিনীর সেবামূলক কার্যক্রমে অংশ হিসেবে আজ বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আগামীতে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

চিকিৎসা সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল একেএম আলমগীর হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোস্তাফিজ, মেজর আতাউর রহমান, ওসমানপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ফারাবী, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর