Sunday, May 4, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে হেলমেট না থাকায় ৪ মোটর সাইকেল চালককে জরিমানা

ঘোড়াঘাটে হেলমেট না থাকায় ৪ মোটর সাইকেল চালককে জরিমানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে হেলমেট না থাকায় ৪ মোটরসাইকেল চালককের কাছ থেকে ৫ শত টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার ত্রি-মোহনী ঘাট করতোয়া ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ।

এবিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ দৈনিক যায়যায়দিনকে জানান,করোতোয়া ব্রিজের পাশে নদী থেকে বালি উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করি। সেখানে আমাদের উপস্থিতি টের পেয়ে বালি উত্তোলনের সাথে সম্পৃক্ত লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা-শাস্তি দেওয়া সম্ভব হয় নাই। এসময় ব্রীজের পাশে রাস্তায় হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী জরিমানা আদায় করি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর