ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় পৌরসভার উত্তর জালাসী এলাকার দক্ষিণ প্রান্তে জরাজীর্ণ একটি টিনের ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন আলমগীর হোসেন (৪৫)। এক সময়ের কৃষক ও দিনমজুর আলমগীর বর্তমানে গুরুতর অসুস্থ, পরিবারবিচ্ছিন্ন এবং সম্পূর্ণভাবে আশ্রয়হীন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, লিভারসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে রোগ বাসা বেঁধেছে এবং এর আর কোনো চিকিৎসা নেই। অসুস্থতার পর স্ত্রী ও দুই সন্তান তাঁকে ছেড়ে চলে যান। এরপর বাবাও একমাত্র ঘরটি বিক্রি করে দেন। এখন তিনি বসবাস করছেন খোলা আকাশের নিচে একটি জরাজীর্ণ টিনের চালার নিচে, যেখানে নেই নিরাপত্তা, নেই পর্যাপ্ত খাবার, নেই চিকিৎসার কোনো ব্যবস্থা।
আলমগীর বলেন, “সারা দিন একা পড়ে থাকি। স্ত্রী-সন্তান ছেড়ে গেছে। আজ পাশে কেউ নেই, শুধু আল্লাহ আছেন। যদি কেউ একটা ছোট ঘরের ব্যবস্থা করে দিত, তাহলে অন্তত শেষ সময়টা একটু শান্তিতে কাটাতে পারতাম।”
প্রতিবেশী আব্দুল কুদ্দুস জানান, “আলমগীর এখন আর উঠে বসতেও পারেন না। চিকিৎসার খরচ তো দূরের কথা, খাবারেরও ঠিক নেই। কেউ না দেখলে একবেলার আহারও জোটে না।”
স্থানীয়রা দাবি করেছেন, সরকারের খাস জমিতে তাঁর জন্য একটি ছোট ঘরের ব্যবস্থা করা হলে মানবেতর এই জীবন কিছুটা হলেও স্বস্তি পেত।