নামুল মবিন(সবুজ)
প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুর চিরিরবন্দরে “দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, দূর্যোগ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেহা তুজ জোহরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা ,উপজেলা আইসিটি অফিসার মাইদুল ইসলাম ,উপজেলা শিক্ষা অফিসার ফজলে এলাহি ,একাডেমিক সুপার ভাইজার প্রান কৃষ্ণ ঘরামী ,সমাজ সেবা অফিসার হামিদুর রহমান ,জনস্বাস্থ প্রকৌশলী অফিসার হোসনে আরা ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এ সময় আমেনা বাকি স্কুল,মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুল, ড্যাফোডিল রেসিডেন্সিয়াল স্কুল, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ ও উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।