Sunday, July 13, 2025
Homeদিনাজপুরচিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল মবিন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-দশমাইল হাইওয়ে মহাসড়কের চিরিরবন্দরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিপি রানী রায় নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন।

এ সড়ক দুর্ঘটনাটি গতকাল ১০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গাড়োডাঙ্গী ব্রিজের সন্নিকটে রংপুর-দশমাইল মহাসড়কে ঘটেছে। নিহত লিপি রানী রায় (২১) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের জীবন রায়ের স্ত্রী।

হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় জীবন রায় তার স্ত্রী লিপি রানী রায় ও অপর একজন নারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লি. ইপিজেডে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি একটি বালুবাহী ডাম্পট্রাককে ওভারটেক করে এবং সামনের একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লিপি রানী রায় ছিটকে মহাসড়কের ওপরে পড়ে গেলে ওই বালুবাহী ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত লিপি রানীকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারাগঞ্জে তিনি মারা যান।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর